ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পৃথিবীর সবচেয়ে লম্বা নারী আর নেই

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
পৃথিবীর সবচেয়ে লম্বা নারী আর নেই

পৃথিবীর সবচেয়ে লম্বা নারী হুদা আব্দুল গাওয়াদ কিডনি জটিলতায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ২৯ বছর।

 

স্থানীয় সময় শনিবার (৪ ডিসেম্বর) তার মৃত্যু হয় বলে মিসরের সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানায় গাল্ফ নিউজ।  

হুদা তিনটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের অধিকারী ছিলেন। তার সবচেয়ে লম্বা হাতের পাতা (সাড়ে ৯ ইঞ্চি), সবচেয়ে লম্বা পায়ের পাতা (১৩ ইঞ্চি) এবং আড়াআড়িভাবে প্রসারিত দুই বাহুর সর্বোচ্চ দূরত্ব (পৌনে আট ফুট)। তার হাতের পাতা দৈর্ঘে একটি ডিনার প্লেটের ব্যসের অধিক বড় ছিল।  

হুদার ভাই মোহাআম্মদের বয়স ৩৪। তিনিও একাধিক টাইটেলের অধিকারী। তার বাঁ হাতের পাতার দৈর্ঘ জীবিত যেকোনো পুরুষের মধ্যে সর্বোচ্চ, ১২.৩২ ইঞ্চি। মোহাম্মদের আরও একটি রেকর্ড আছে, সেটি হলো আড়াআড়িভাবে প্রসারিত দুই বাহুর সর্বোচ্চ দূরত্ব, আট ফুট আড়াই ইঞ্চি।

এক সঙ্গে এই দুই ভাই-বোন লন্ডনে চলাচলরত একটি ডাবল-ডেকার বাসের প্রায় সমান উচ্চতাসম্পন্ন ছিলেন। তাদের সম্মিলিত উচ্চতা ছিল ১৩ ফুট ৭ ইঞ্চি।

হুদার জন্ম ১৯৯১ সালের জানুয়ারিতে। ১২ বছর পর্যন্ত তিনি স্বাভাবিক ছিলেন। এরপরই তিনি অনুভব করেন দ্রুত অন্যদের চেয়ে লম্বা হচ্ছেন। মায়ের সঙ্গে মিসরের রাজধানী কায়রো থেকে ৯০ মিনিট দূরত্বের একটি গ্রামে থাকতেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।