ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

রোগীদের সাড়ে পাঁচ কোটি টাকা বিল ছাড় দিলেন যে ডাক্তার 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
রোগীদের সাড়ে পাঁচ কোটি টাকা বিল ছাড় দিলেন যে ডাক্তার 

হাসপাতাল আর ডাক্তারদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই। কিন্তু এর মধ্যেও অসংখ্য ডাক্তার মানবিকভাবেই রোগীর সেবা করে যাচ্ছেন।

তাদের কারণেই বিশ্বব্যাপী এখনও ডাক্তারদের সম্মানের চোখেই দেখে সবাই।  

সম্প্রতি এমনই এক মানবিক নজির সৃষ্টি করেছেন মার্কিন চিকিৎসক ডা. ওমর আতিক। তিনি ২০০ রোগীর কাছে থেকে পাওনা প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার বিল মওকুফ করে দিয়েছেন।

এ ঘটনায় বিশ্বব্যাপী তার প্রশংসা চলছে। যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যবাসী তাকে 'হিরো'র খ্যাতি দিয়ে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসি ও ডেইলি মেইলের।

খবরে বলা হয়, ওমর বুঝতে পারছিলেন করোনা মহামারির কারণে রোগীদের একটি বড় অংশ চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। স্ত্রীর সঙ্গে পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নেন ওই বিপুল বিল মওকুফের। কিন্তু সেজন্য চড়া মাশুলও গুনতে হয়েছে তাকে। প্রায় ৩০ বছর ধরে চালানো ক্লিনিকটি গত বছর বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তিনি।

রোগীদের কাছ থেকে বকেয়া আদায়ের জন্য ডা. আতিক একটি পাওনা আদায়কারী প্রতিষ্ঠানের সাহায্য নিয়েছিলেন। কিন্তু হিসাব করে তিনি বুঝতে পারেন, তার রোগীদের আর্থিক দুর্দশা। এরপর ক্রিসমাসের সময় তিনি ২০০ রোগীকে চিঠি দিয়ে জানিয়ে দেন যে তাদের বকেয়া মওকুফ করা হয়েছে।  

পাকিস্তানি বংশোদ্ভূত ডা. আতিক ১৯৯১ সালে পাইন ব্লাফ শহরে আরকানসাস ক্যানসার ক্লিনিক প্রতিষ্ঠা করেন। ক্লিনিকে কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপির মতো চিকিৎসা দেওয়া হয়। ডা. আতিক লিটল রকের ইউনিভার্সিটি অব আরকানসাস ফর মেডিকেল সায়েন্সেসে একজন অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।