ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

দুর্নীতির দায়ে অস্ট্রিয়ায় সাবেক অর্থমন্ত্রীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০১, ডিসেম্বর ৫, ২০২০
দুর্নীতির দায়ে অস্ট্রিয়ায় সাবেক অর্থমন্ত্রীর কারাদণ্ড

দুর্নীতির দায়ে অস্ট্রিয়ায় সাবেক অর্থমন্ত্রী কার্ল-হেইঞ্জ গ্র্যাসারকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সরকারি মালিকানাধীন হাজার হাজার অ্যাপার্টমেন্ট বিক্রির চুক্তিতে ঘুষ ও মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া শুক্রবার (৪ ডিসেম্বর) ভিয়েনার একটি আদালত এ রায় দেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আদালত বলেছেন, গ্র্যাসার ৯ মিলিয়ন ডলারের (৮ দশমিক ১ মিলিয়ন ডলারের) বেশি কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন। এদিকে, গ্রাসার তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে খবরে বলা হয়েছে।

গ্র্যাসার ২০০০ সালে দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ অর্থমন্ত্রী নির্বাচিত হন।

এ মামলায় মোট ১৪ জনকে আসামি করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে অর্থপাচার, জালিয়াতি ও নথি বিকৃতিসহ একাধিক অভিযোগ ছিল।

আদালতের ভাষ্য অনুযায়ী, গ্রাসার ও এক দালাল সরকারি মালিকানাধীন ৬০ হাজার অ্যাপার্টমেন্ট বেসরকারি খাতে ছেড়ে দেওয়া সংক্রান্ত একটি প্রকল্পের নিলামের তথ্য সুনির্দিষ্ট একটি কনসোর্টিয়ামকে দিলে তারা প্রতিদ্বন্দ্বীদের টপকে প্রকল্পটি হাতিয়ে নেয়।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।