ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরের নেতা ফয়সালকেও বন্দি করা হলো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
জম্মু-কাশ্মীরের নেতা ফয়সালকেও বন্দি করা হলো

জন নিরাপত্তা আইনে জম্মু ও কাশ্মীরের আরও এক রাজনৈতিক নেতা শাহ ফয়সালকে এবার বন্দি করা হল। 

এর আগে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে ওই একই আইনের অধীনে বন্দি করে রাখা হয়েছে।  

গত ১৪ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা রদের পর থেকেই আটক করে রাখা হয়েছিল ফয়সালকে।

 

এর ফলে উপত্যকার ওই রাজনৈতিক নেতাকে কমপক্ষে ৩ মাস এবং প্রয়োজনে আরও দীর্ঘ সময় বিনা বিচারে বন্দি করে রাখা যাবে।  

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের অন্যতম সমালোচক এই শাহ ফয়সাল। পেশায় তিনি একজন অভিজ্ঞ চিকিৎসক। গত বছর তিনি রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।  

এর আগে ওই একই আইনে জম্মু ও কাশ্মীরের আরও কয়েকজন নেতাকে বন্দি করা হয়। তারা হলেন- ফারুক আবদুল্লাহ, আলি মহম্মদ সাগর, নঈম আক্তার, সারতাজ মাদানি এবং হিলাল লোন।

শাহ ফয়জল ২০০৯ সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় জম্মু ও কাশ্মীর থেকে প্রথম ব্যক্তি হিসাবে তালিকার শীর্ষস্থান দখল করেছিলেন।

বাংলাদে;শ সময়: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।