ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

চীনের জিনজিয়াং প্রদেশে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৪, জানুয়ারি ২০, ২০২০
চীনের জিনজিয়াং প্রদেশে শক্তিশালী ভূমিকম্প

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে উইগুরঅধ্যুষিত জিনজিয়াং অঞ্চলে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯:২৭ মিনিটে প্রাচীন সিল্ক রোড শহর কাশগড়ের ১০০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ওই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

 

খবরে বলা হয়, ভূমিকম্পটির উপকেন্দ্র অগভীর, অর্থাৎ ভূপৃষ্ঠের তুলনামূলক কাছাকাছি। উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় মানুষজনের বসতি খুব বেশি না থাকলেও যেসব বাড়িঘর আছে তার অনেককাংশই মেটে ইট দিয়ে নির্মিত। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এটি মূলত পাহাড়ি ও মরুভূমি অঞ্চল।  

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, এ ভূমিকম্পের ফলে হতাহতের সম্ভাবনা কম।  

চীনে নিয়মিতই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে দেশটির পশ্চিম ও দক্ষিণপশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায়।  

২০০৩ সালে জিনজিয়াং প্রদেশে ৬.৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে ২৬৮ জন নিহত হন। সেবার ওই এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।  

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।