ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো পুয়ের্তো রিকো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, জানুয়ারি ৭, ২০২০
ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো পুয়ের্তো রিকো

একদিনের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকস্পে কাঁপলো পুয়ের্তো রিকো। রিখটার স্কেলে যার মাত্রা ৬ দশমিক ৬ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

এর আগে সোমবার (০৬ জানুয়ারি) ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে মধ্য আমেরিকার দেশটি।

মঙ্গলবারের (০৭ জানুয়ারি) ভূমিকম্পে প্রাথমিক সুনামি সর্তকতা জারি করে কর্তৃপক্ষ।

পরে তা সরিয়ে নেওয়া হয়। তবে ভূমিকম্পে বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতি খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।  

স্থানীয় সময় ভোর ৪টা ২৪ মিনিট নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। যার গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার।  

এর আগে সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৩২ মিনিটে আঘাত হানা ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো দেশটির ১২ কিলোমিটার দক্ষিণে ক্যারিবীয় সাগরে।

ওই ভূমিকম্পে বেশ কয়েকটি অঞ্চল থেকে ক্ষয়ক্ষতির খবর জানা যায়। একইসঙ্গে রাস্তাঘাট ও ভূমিধসের খবর আসে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ