ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানের খোরাসানে ৫.৮ মাত্রার ভূমিকম্প 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, জানুয়ারি ২, ২০২০
ইরানের খোরাসানে ৫.৮ মাত্রার ভূমিকম্প 

ইরানের উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশ খোরাসান-ই রাজাভিতে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্থানীয় সময় ভোররাত সাড়ে ৪টায় আফগান সীমান্তবর্তী প্রদেশের সাঙ্গান এলাকায় ওই ভূ-কম্পন অনুভূত হয়। দেশটির ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

 

খবরে বলা হয়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার গভীরে।  

এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  

ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় ইরানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটে। ইরানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি হয় ৮৫৬ খ্রিস্টাব্দে। এতে প্রায় ২ লাখ মানুষ প্রাণ হারায়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ