ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ফিলিপাইনে টাইফুনের আঘাতে প্রাণহানি বেড়ে ২৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
ফিলিপাইনে টাইফুনের আঘাতে প্রাণহানি বেড়ে ২৮

ঢাকা: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে টাইফুন ‘পেনফোন’র আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষের বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ১৯৫ কিলোমিটার বাতাসের বেগে টাইফুন ‘পেনফোন’ ফিলিপাইনের কেন্দ্রস্থলে আঘাত হানে।

এতে এখান পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৮ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন।

এদিকে শক্তিশালী এই টাইফুনের আঘাতে উপড়ে গেছে দেশটির ঘরবাড়ি, গাছপালা। যা ফলে অনেক শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

এছাড়া প্রবল বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। একইসঙ্গে যোগ হয়েছে ভূমিধসও।

ঝড়-বন্যার কবল থেকে রক্ষা পেতে কয়েক হাজার মানুষ অবস্থান নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। এছাড়া নিজ ঘরেও অনেক আটকা পড়েছেন।

২০১৩ সালে প্রাণঘাতি ঝড় ‘হাইয়ান’ যে গতিপথে ফিলিপাইনে আঘাত হানে, ঠিক সেই গতিপথেই ভূ-খণ্ডে আছড়ে পড়ে ‘পেনফোন’। ‘হাইয়ান’র আঘাতে সেসময় প্রায় সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু হয়।

ফিলিপাইনে প্রতি বছর গড়ে অন্তত ২০টি সামুদ্রিক ঝড় আঘাত হানে। আর এসব কারণে দেশটিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়। যাতে দেশটির জিডিপির প্রবৃদ্ধি কম হয় বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।  

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad