ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

রকেট হামলার ভয়ে লুকিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
রকেট হামলার ভয়ে লুকিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরাইলে নিক্ষেপ করা রকেট হামলায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। উপায় না দেখে তিনি গোপন আস্তানায় আত্মগোপানে চলে গেছেন। 

ইসরায়েলি সেনা ওই রকেট হামলার কথা স্বীকার করেছেন বলেও জানা গেছে।  

বুধবার একটি নির্বাচনী পথসভার বক্তব্য দিতে যাচ্ছিলেন নেতানিয়াহু।

কিন্তু তার আগেই ওই হামলা হয়। সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীরা তাকে গোপন আস্তানায় নিয়ে যায়।  

ওই রকেট নিক্ষেপের দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে ইসরায়েল মনে করে এটা ইসলামিক জিহাদিদের কাজ।  

বৃহস্পতিবার ইসরাইলে আসন্ন নির্বাচনে রক্ষণশীল লিকুদ পার্টির প্রচারের উদ্দেশ্যে ওই জনসভায় যাচ্ছিলেন নেতানিয়াহু। সেই সময় হঠাৎ সাইরেন বেজে ওঠে। তারপরই তার নিরাপত্তা রক্ষীদের সহায়তায় নিরাপদ আশ্রয়কেন্দ্রে আত্মগোপন করেন তিনি। এর আগে গত সেপ্টেম্বরেও আশদদে একবার এমন ঘটনা ঘটেছিল। ওই ঘটনার জন্য ইসলামিক জিহাদ নেতা বাহা আবু আল-আত্তাকে দায়ী করেছিল ইসরাইল। গত নভেম্বরে হামলা চালিয়ে তাকে হত্যা করে ইসরাইলি বাহিনী।  

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।