ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আসামে বিক্ষোভের জেরে ভারত সফর বাতিল করলেন শিনজো আবে 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৭, ডিসেম্বর ১৩, ২০১৯
আসামে বিক্ষোভের জেরে ভারত সফর বাতিল করলেন শিনজো আবে 

নাগরিকত্ব সংশোধন বিল পাসের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চল বিশেষ করে আসাম রাজ্য। এ অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের জন্য পূর্ব নির্ধারিত ভারত সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর)  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমও একই তথ্য জানায়।

 

খবরে বলা হয়, ভারতের বৈচিত্র্য বিষয়ে ধারণা দিতে আগামী রোববার (১৫ ডিসেম্বর) থেকে আসামেই জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যাম্পেইনে যাওয়ার কথা ছিল নরেন্দ্র মোদীর। সাম্প্রতিক বছরগুলোতে জাপান আসামের অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ করে চলেছে।  

শিনজো আবের সফর বাতিল প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার এক টুইটবার্তায় জানান, উভয় পক্ষ থেকেই জাপানের প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ভারত সফর স্থগিত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।