ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সাতদিনের মধ্যে সিরিয়া-ইরাক আইএস মুক্ত হবে: ট্রাম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৬, ফেব্রুয়ারি ৭, ২০১৯
সাতদিনের মধ্যে সিরিয়া-ইরাক আইএস মুক্ত হবে: ট্রাম্প

ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে থাকা সিরিয়া ও ইরাকের এলাকাগুলো আগামী সপ্তাহের মধ্যেই পুরোপুরি মুক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ট্রাম্প বলেন, আগামী সপ্তাহের যেকোন সময় এই ঘোষণা দেওয়া হতে পারে। আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার জন্য অপেক্ষা করছি।

 

তবে এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী কার্যক্রম অব্যাহত না রাখলে আইএস জঙ্গিরা আবারও সংগঠিত হয়ে ফিরে আসতে পারে। তাদের এই সতর্কবার্তার মধ্যেই ট্রাম্পের এমন বক্তব্য এলো।  

মিত্রদের সঙ্গে আলোচনার মধ্যেই গত ডিসেম্বরে ট্রাম্প ঘোষণা দেন, আইএস ‘পরাজিত হয়েছে’। তখন ইরাক থেকে মার্কিন সেনাদের এক মাসের মধ্যে ফিরিয়ে নিতে চান বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ নিয়ে সেসময় নিজ দল রিপাবলিকান পার্টি এবং মিত্র দেশগুলোর সমালোচনার মুখে সেনা প্রত্যাহারের বিষয়টি বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।