ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বোলসোনারো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বোলসোনারো শপথ অনুষ্ঠানে জাইর বোলসোনারো (সংগৃহীত ছবি)

শ্রেণি-বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যায় নিয়ে ব্রাজিলের কট্টর ডানপন্থী নেতা জাইর বোলসোনারো দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। 

মঙ্গলবার (১ জানুয়ারি) ‘ব্রাজিলের ট্রাম্প’ নামে খ্যাত সাবেক এ সেনা কর্মকর্তা শপথ নেন।  

শপথ নেওয়ার পর তিনি জানিয়েছেন, ব্রাজিলকে তিনি দুর্নীতি ও অপরাধমুক্ত একটি দেশ হিসেবে দেখতে চান।

আর এর জন্য তিনি কাজ করে যাবেন। তিনি ব্রাজিলকে অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি দেশ হিসেবে গড়ে তোলারও অঙ্গীকার করেছেন।  

গত ২৮ অক্টোবর ৬৩ বছর বয়সী বোলসোনারো নির্বাচনে জয়লাভ করেন।  

শপথ নেওয়ার পরপরই বোলসোনারো ‘সমাজতন্ত্রের কবল থেকে স্বাধীনতা’ ঘোষণা করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বোলসোনারো’র প্রতি আস্থাশীল। বোলসোনারো’র শপথ নেওয়ার পর মঙ্গলবার ট্রাম্প তার প্রশংসা করেন।  

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও পর্তুগীজের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডিসুজা।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
আরআর    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad