ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণ, নিখোঁজ ৭৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
রাশিয়ায় গ্যাস বিস্ফোরণ, নিখোঁজ ৭৯ গ্যাস বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন-ছবি: সংগৃহীত

রাশিয়ার উরাল পর্বতমালা সংলগ্ন মাগনিতোগোরস্ক শহরের এক বহুতল ভবনে গ্যাস বিস্ফোরণে ৭৯ ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।

সোমবার (৩১ ডিসেম্বর) ওই দুর্ঘটনার পর রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে চেলিয়াবিনস্ক রাজ্যের ডেপুটি গভর্নর ওলেগ ক্লিমভ বলেন, 'ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৩ জনকে জীবিত ও ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ' 

তবে বাকি ৭৯ জন নিখোঁজ মানুষের ভাগ্যে কি ঘটেছে তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন ক্লিমভ।

এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে মাগনিতোগোরস্ক শহরের ওই বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় ওই গ্যাস বিস্ফোরণের ঘটে বলে জানা যায়। এই ঘটনায় ১০ তলা ভবনের ৪৮টি এপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সেখানে এখনো উদ্ধারকাজ চলছে।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।