ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কাশ্মীরে সংঘর্ষে জাকির মুসার ঘনিষ্ঠ সহযোগীসহ নিহত ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
কাশ্মীরে সংঘর্ষে জাকির মুসার ঘনিষ্ঠ সহযোগীসহ নিহত ৬ সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা (সংগৃহীত ছবি)

ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শীর্ষ সন্ত্রাসী জাকির মুসার ঘনিষ্ঠ সহযোগীসহ ছয়জন নিহত হয়েছেন। 

শনিবার (২২ ডিসেম্বর) প্রদেশটির পালওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তারা নিহত হন।  

জাকির মুসার ঘনিষ্ঠ সহযোগী সোলিহা রেহান খান নামেও পরিচিত।

তিনি জাকির মুসার সন্ত্রাসী গ্রুপ আনসার গাজওয়াত-উল হিন্দের ডেপুটি চিফ ছিলেন।  

পালওয়ামা জেলার আওয়ানটিপোরা এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয় সন্ত্রাসী নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও যুদ্ধে ব্যবহারের মতো অস্ত্রসামগ্রী উদ্ধার করা হয়েছে।

জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিনের সাবেক কমান্ডার জাকির মুসা জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে সংযুক্ত গ্রুপ আনসার গাজওয়াত-উল হিন্দের প্রধান। তিনি মোস্ট ওয়ান্টেড জঙ্গি। গত নভেম্বরে পাঞ্জাবে মুসাকে দেখা যাওয়ার পর সেখানে সতর্কতা জারি করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।