ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

দ্রুতগতির ট্রেন চলাচলে সমুদ্রের নিচে টানেল বানাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
দ্রুতগতির ট্রেন চলাচলে সমুদ্রের নিচে টানেল বানাচ্ছে চীন দ্রুতগতির ট্রেনের ফাইল ছবি

দুই শহরের মধ্যে ট্রেন ভ্রমণের সময় কমিয়ে আনতে সমুদ্রের তলদেশ দিয়ে প্রথমবারের মতো টানেল বানাচ্ছে চীন। এতে পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝিজাংয়ের দুই শহরের মধ্যে যাতায়াতে সময় কমে যাবে প্রায় একঘণ্টা।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ বিষয়ে জানায়, প্রায় ৭১ কিলোমিটার দীর্ঘ এ রুটের সমুদ্রের তলদেশে টানেলের মাধ্যমে যুক্ত থাকবে ১৬ কিলোমিটারের বেশি পথ। এর ফলে আগে যেখানে সময় লাগতো ৯০ মিনিট, টানেল নির্মাণের পর তা কমে নেমে আসবে ৩০ মিনিটে।

আর দ্রুতগতির এ ট্রেনের ডিজাইন এমনভাবে করা হয়েছে যার গতি হবে ঘণ্টায় ২৫০ কিলোমিটার।

চীনে দ্রুতগতির ট্রেনের জন্য এখন পর্যন্ত ২৫ হাজার কিলোমিটার রেল লাইন তৈরি হয়েছে, যা বিশ্বের মোট দ্রুতগতির ট্রেনের জন্য নির্মিত পথের ৬০ শতাংশের বেশি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।