ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ব্রেক্সিট চুক্তির খসড়ায় সম্মত যুক্তরাজ্য-ইইউ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
ব্রেক্সিট চুক্তির খসড়ায় সম্মত যুক্তরাজ্য-ইইউ মন্ত্রীদের খসড়া চুক্তিতে স্বতন্ত্রভাবে ব্রিফ করা হচ্ছে, ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রেক্সিট চুক্তির একটি খসড়া টেক্সটের ব্যাপারে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা সম্মত হয়েছনে। এ নিয়ে কয়েক মাস ধরে আলোচনা শেষে এ ঐক্যমতের সিদ্ধান্তের আসেন তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম যুক্তরাজ্যের মন্ত্রিসভার সূত্রের বরাত দিয়ে বলছে, চলতি সপ্তাহে উভয়পক্ষের কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে তৈরি করা ওই খসড়া চুক্তির ব্যাপারে প্রাথমিক সমঝোতায় আসা হয়েছে।

এখন বুধবার (১৪ নভেম্বর) দেশটির স্থানীয় সময় দুপুর ২টায় মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ওই খসড়া টেক্সটির ব্যাপারে মন্ত্রীদের কাছে সমর্থন চাওয়ার কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র।

এছাড়া প্রধানমন্ত্রী ওই খসড়াটি নিয়ে তার কার্যালয়ে প্রত্যেক মন্ত্রীর সঙ্গে আলাদা আলাদা বৈঠক চালিয়ে যাচ্ছেন বলেও জানা গেছে।

তবে সংবাদমাধ্যম বলছে, ‘খসড়াটির বিস্তারিত প্রকাশ হয়নি এখনও। তাই জানা যাচ্ছে না চুক্তিতে কী আসছে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।