ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

মুখ খুললেন খামেনি, ‘সহিংসতায় দায়ী শত্রুরা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, জানুয়ারি ২, ২০১৮
মুখ খুললেন খামেনি, ‘সহিংসতায় দায়ী শত্রুরা’ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

দেশের অধিকাংশ এলাকায় সরকারবিরোধী সহিংস আন্দোলন শুরুর ছয়দিন পর উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির ‘শত্রুদের ইন্ধনে’ বিক্ষোভ চলছে বলেই দাবি করেছেন তিনি।

গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) শুরু হওয়া এ আন্দোলনে ‍এরই মধ্যে কমপক্ষে ২২ জন নিহত হওয়ার খবর দিয়েছে খোদ রাষ্ট্রীয় টেলিভিশন। বেসরকারি হিসেবে এ সংখ্যা আরও বেশি হবে বলে দাবি করা হচ্ছে।

৩৮ বছর আগে বিপ্লবের মাধ্যমে ইসলামি শাসন ব্যবস্থায় আসা মধ্যপ্রাচ্যের দেশটির সর্বোচ্চ নেতা তার অফিসিয়াল ওয়েবসাইটের পোস্টে মঙ্গলবার (০২ জানুয়ারি) বলেন, ‘সাম্প্রতিক সময়ে ইরানের শত্রুরা ইসলামি প্রজাতন্ত্রের জন্য সমস্যার সৃষ্টি করতে নগদ অর্থ, অস্ত্র, রাজনীতি এবং গোয়েন্দা সংস্থানসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করছে’।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।