ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলে

উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। সম্প্রতি দেশটির ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরেই নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলো বিশ্বের জাতিগুলোর সংগঠনটি।

যুক্তরাষ্ট্রের আহ্বানে উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দশম এ নিষেধাজ্ঞায় সম্মতি দিয়েছে চীন, রাশিয়াও; যারা উত্তর কোরিয়ার প্রধান বাণিজ্য সহযোগী হিসেবে পরিচিত।

নতুন এ নিষেধাজ্ঞায় দেশটিতে ৯০ শতাংশ তেল সরবরাহ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলে বলেছেন, ‘নতুন করে নিষেধাজ্ঞা পিয়ংইংয়ের জন্য এই বার্তা বহন করে যে, সীমা লঙ্ঘন করলে তাদের আরো কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে’।

উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের এ নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘বিশ্ব শান্তি চায়, মৃত্যু নয়’।

গত ২৯ নভেম্বর উত্তর কোরিয়া একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। দেশটির দাবি, ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।