ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার স্কুলে মার্কিন হামলায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৮, মার্চ ২২, ২০১৭
সিরিয়ার স্কুলে মার্কিন হামলায় নিহত ৩৩ সিরিয়ার একটি এলাকায় হামলার চিত্র। পুরনো ছবি

সিরিয়ায় বাস্তুহারাদের আশ্রয়ে ব্যবহৃত একটি স্কুলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট। এতে অন্তত ৩৩ জন নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকালের দিকে ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলের আল মনসুরা শহরের ওই স্কুলে এ হামলা হয়। তবে এ খবর বুধবার (২২ মার্চ) দিয়েছে সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর।

সংস্থাটির প্রধান রামি আবদেল রেহমান সাংবাদিকদের বলেন, আমরা নিশ্চিত হয়েছি, সেখানে হামলায় ৩৩ জন নিহত হয়েছে। এরা আলেপ্পো, হোমস ও রাকা শহরের বাস্তুহারা। সর্বস্ব হারিয়ে এখানে আশ্রয় নিয়েছিল।

এ হামলার ধরন নিয়ে কিছু বলেনি এসওএইচআর। এ বিষয়ে তৎক্ষণাৎ দামেস্ক, ওয়াশিংটন বা মস্কোর বক্তব্য মেলেনি।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।