ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসে আইএমএফ অফিসে বিস্ফোরণ, কর্মী আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, মার্চ ১৬, ২০১৭
প্যারিসে আইএমএফ অফিসে বিস্ফোরণ, কর্মী আহত আইএমএফ অফিসের ফাইল ফটো

ফ্রান্সের প্যারিসে ইন্টারন্যাশনাল মনিট‍ারি ফান্ড (আইএমএফ) অফিসে বিস্ফোরণে এক কর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে বিবিসি এ খবর জানায়। বিস্ফোরণের ঘটনায় ওই কর্মীর হাতে ও মুখে আঘাত পান।

এটিকে আইএমএফ কর্মীর ওপর কাপুরুষচিত সহিংসতার কাণ্ড বলে অভিহিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ক্রিস্টিন লাগারেড।

কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে এ ঘটনাকে বোমা বিস্ফোরণের ঘটনা বলা হলেও তা নিশ্চিত নয়।

এদিকে, বিস্ফোরণের ঘটনার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭/ আপডেট: ২০৫৫ ঘণ্টা
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।