ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে তুষার ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ২৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৩, জানুয়ারি ২৮, ২০১৭
কাশ্মীরে তুষার ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ২৪

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাহাড়ি উপত্যকায় প্রবল তুষার ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২০ জনই সেনা সদস্য। এই ঘটনায় নিখোঁজ এখনও বেশ কয়েকজন। মনে করা হচ্ছে, ধ্বংসস্তূপে আটকা থাকতে পারেন আরও কিছু মানুষ।

দেশটির সেনাবাহিনী জানায়, বুধবার সন্ধ্যায় ভারত-পাকিস্তানের সীমান্ত রেখা ‘লাইন অব কন্ট্রোল’র কাছে কাশ্মীরের গুরেজ সেক্টর ও প্যাট্রল টিমে পৃথক দুটি তুষার ঝড় আঘাত হানে।

গত বৃহস্পতিবার ১০ সেনা ও শুক্রবার আরও ১০ সেনাসহ মোট ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

ঝড়ের পর আরও বিপদের আশঙ্কায় পাহাড়ি উপত্যকা এলাকায় সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

নতুন করে আরও ঝড়ের আশঙ্কায় বুধবার রাতে ১৫০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলেও জানায় রাজ্য পুলিশ।

ইতোপূর্বে ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত পাহাড়ি উপত্যকায় তুষার ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ২৪২ সেনা সদস্যের প্রাণহানির ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।