ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

৩ হাজার কর্মী ছাঁটাই করবে ইতিহাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
৩ হাজার কর্মী ছাঁটাই করবে ইতিহাদ

খরচ কমিয়ে মুনাফা বৃদ্ধি ও প্রবৃদ্ধির ধীরগতি থেকে বের হতে কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে আবুধাবিভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজ। 

ঢাকা: খরচ কমিয়ে মুনাফা বৃদ্ধি ও প্রবৃদ্ধির ধীরগতি থেকে বের হতে কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে আবুধাবিভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজ।  

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত সপ্তাহ থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে।

এয়ারওয়েজের বিভিন্ন ইউনিটের এক থেকে তিন হাজার কর্মী ছাঁটাই করা হবে। ইতোমধ্যে আইটি বিভাগ থেকে অনেক কর্মী চলেও গেছেন।

গত আট বছরে তিনগুণ কর্মী বেড়ে এয়ারলাইন্সটির মোট কর্মী সংখ্যা দাঁড়ায় ২০ হাজারের বেশি। একইসঙ্গে বহরে এয়ারক্র্যাফ্টের সংখ্যা ৪২ থেকে বেড়ে হয় ১২২টি।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।