ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় সেনা প্লেন বিধ্বস্ত, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
ইন্দোনেশিয়ায় সেনা প্লেন বিধ্বস্ত, নিহত ১৩ মানচিত্র

ইন্দোনেশিয়ায় সেনাবাহিনীর একটি প্লেন বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন।

ঢাকা: ইন্দোনেশিয়ায় ‘হারকিউলিস সি-১৩০’ নামে সেনাবাহিনীর একটি প্লেন বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন।

রোববার (১৮ ডিসেম্বর) দেশটির পূর্বাঞ্চলে পাপুয়া প্রদেশে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

দেশটির বিমানবাহিনীর চিফ অব স্টাফ অ্যাগুস সুপরিয়ানন্টা জানান, প্লেনটি ১২ টন ওজনের খাদ্য সামগ্রী ও সিমেন্ট নিয়ে তিমিকা শহর থেকে ওয়ামেনা যাওয়ার পথে বিধ্বস্ত হয়। প্লেনটি যেখানে বিধ্বস্ত হয়েছে, সেখান থেকে অবতরণ স্থান ছিলো মাত্র কয়েক মিনিটের পথ।

খারপ আবহাওয়ার কারণে প্লেনটি বিধ্বস্ত হতে পারে বলেও জানান তিনি।

বিমান কর্মকর্তারা জানান, প্লেনটিতে তিনজন পাইলট ও ১০ সামরিক লোক ছিলেন।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬/ আপডেট: ১০৩৫ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ