ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চীনে ৫.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
চীনে ৫.৯ মাত্রার ভূমিকম্প

চীনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৬.২ বলে জানা গেছে। তৎক্ষণাৎ কোনো ধরনের ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।

ঢাকা: চীনের উত্তরাঞ্চলীয় জিনঝিয়াং প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫.৯ বলে জানা গেছে।

তৎক্ষণাৎ কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।  

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় বেলা সোয়া ১১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।  

এর উৎপত্তিস্থল ছিলো দক্ষিণ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শিজি থেকে ৫৭ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ১৩.৭ কিলোমিটার গভীরে।

প্রাথমিক ভূমিকম্পের মাত্রা ৬.২ বলা হলেও পরে তা কমিয়ে ৫.৯ জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬/আপডেট: ১২০৪ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।