ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কুয়াশায় ঢাকা উত্তর ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
কুয়াশায় ঢাকা উত্তর ভারত

কুয়াশায় ঢাকা পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ আশপাশের ‍রাজ্য। বুধবার (৩০ নভেম্বর) সকালে মৌসুমের প্রথমবার ঘন কুয়াশায় মুখোমুখি হন উত্তর ভারতবাসী।

ঢাকা: কুয়াশায় ঢাকা পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ আশপাশের ‍রাজ্য। বুধবার (৩০ নভেম্বর) সকালে মৌসুমের প্রথমবার ঘন কুয়াশায় মুখোমুখি হন উত্তর ভারতবাসী।

 

এদিন তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি দৃষ্টিসীমাও নিচে নেমে আসে। বিঘ্ন ঘটে ট্রেন ও ফ্লাইট চলাচলে।

প্রাদেশিক আবহাওয়া অধিদফতরের আবহাওয়া বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগামী দিনগুলোতে পাঞ্জাব, উত্তর প্রদেশসহ বিভিন্ন এলাকায়ও ঘন কুয়াশায় ঢাকা পড়বে। একইসঙ্গে বয়ে যেতে পাড়ে ঠাণ্ডা বাতাস।

দৃষ্টিসীমা কমে যাওয়ায় গাড়ির ধীরগতির কারণে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পথ চলতে এ সময় গাড়িগুলোকে আলো জ্বালাতে দেখা যায়।

কুয়াশার পাশাপাশি ঠাণ্ডায় জবুথবু হয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতেও দেখা যায় কাউকে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ