ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে ফ্লিনকে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, নভেম্বর ১৮, ২০১৬
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে ফ্লিনকে চান ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে সাবেক জেনারেল মাইকেল ফ্লিনকে চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে সাবেক জেনারেল মাইকেল ফ্লিনকে চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে সাবেক সেনা কর্মকর্তা ফ্লিন ট্রাম্পের এ প্রস্তাব গ্রহণ করবেন কি না এ সম্পর্কে জানা যায়নি।

শুক্রবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হয়।

৫৭ বছর বয়সী মার্কিন মুল্লুকের আলোচিত জেনারেল ফ্লিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালীন জাতীয় নিরাপত্তা বিষয়গুলোতে ট্রাম্পের পরামর্শক ছিলেন।

এছাড়া সে সময় ফ্লিনকে ট্রাম্পের বিভিন্ন সভ‍ায় সূচনা বক্তব্য দিতেও দেখা গেছে।

২০১৪ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সাবেক এই প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহিত দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।