ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

‘একতরফা’ যুদ্ধবিরতি ঘোষণা আজারবাইজানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, এপ্রিল ৩, ২০১৬
‘একতরফা’ যুদ্ধবিরতি ঘোষণা আজারবাইজানের ছবি- সংগৃহীত

ঢাকা: ইউরোপের বিতর্কিত নাগারনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘর্ষে ‘একতরফা’ যুদ্ধবিরতি ঘোষণা করেছে আজারবাইজান। এ সংঘর্ষে শেষ পর্যন্ত উভয়পক্ষের ৩০ জন সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে।

আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

রোববার (০৩ এপ্রিল) আজারবাইজান এ যুদ্ধবিরতি ঘোষণা করে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। এর আগে, শনিবার (০২ এপ্রিল) দিনগত রাতে এ সংঘর্ষের সূচনা ঘটে।

আজারবাইজানের প্রতিরাক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একটি হেলিকপ্টার থেকে আর্মেনীয় সেনাদের ছোড়া গুলিতে ১২ আজারবাইজানি সেনা নিহত হয়েছেন।

আর আর্মেনিয়ার প্রেসিডেন্ট সারজে সারকিসিয়ান ওই সংঘর্ষে তার দেশের ১৮ সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আর্মেনীয় সেনাবাহিনী জানিয়েছে, ১৮ সেনা নিহত হওয়া ছাড়াও সংঘর্ষ ও গুলিতে তাদের আরো ৩৫ সেনা আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
আরএইচ

** আর্মেনীয়-আজারবাইজানি সৈন্যদের সংঘর্ষে নিহত ৩০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।