ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে লম্পট বাবাকে পুড়িয়ে মারলো মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, মার্চ ২২, ২০১৬
পাকিস্তানে লম্পট বাবাকে পুড়িয়ে মারলো মেয়ে

ঢাকা: নিজের বড় ও ছোট মেয়েকে ধর্ষণ করেন লম্পট বাবা। এরপর মেঝো মেয়েকে ধর্ষণের চেষ্টা চালান।

কিন্তু মেয়েটি কৌশলে ঘুমের বড়ি খায়িয়ে অচেতন করে নিজ হাতেই পুড়িয়ে মারেন লম্পট বাবাকে।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পীরাবাদে। বাবাকে পুড়িয়ে মারার দায়ে রোববার (২০ মার্চ) মেয়েটিকে আটক করেছে দেশটির পুলিশ।

পাকিস্তানের একটি সংবাদমাধ্যম দেশটির পুলিশ ও এসপি আকতার ফারুকের বরাত দিয়ে জানায়, শুক্রবার ওই মেয়েটিকেও তার বাবা ধর্ষণের চেষ্টা চালান। এ সময় কৌশলে তিনি তার বাবাকে ঘুমের বড়ি খায়িয়ে অচেতন করেন। এরপর প্রচণ্ড ঘৃণা ও আক্রোশে নিজ বাবাকে পুড়িয়ে মারেন তিনি।      

সংবাদ মাধ্যমটি আরও জানায়, মেয়েটিকে করাচির পূর্ব লিয়াকতাবাদে নারী পুলিশ স্টেশনে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পাকিস্তানের পেনাল কোড অনুযায়ী, ৩০২ ও ৩০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলঅদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।