ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

জার্কাতায় সন্ত্রাসী হামলায় পুলিশসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৫, জানুয়ারি ১৪, ২০১৬
জার্কাতায় সন্ত্রাসী হামলায় পুলিশসহ নিহত ৬ ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতায় বোমা হামলায় দু’জন পুলিশসহ ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন বেসামরিক।



বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) জাকার্তা পুলিশের ইন্সপেক্টর জেনারেল অ্যান্টন চার্লিয়ানের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

খবরে বলা হয়, সন্ত্রাসীরা অন্তত ৬টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে একটি স্টারবাকস কফি’র সামনে। এসময় পুলিশের সঙ্গে তাদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। বোমা হামলার অন্তত একটি আত্মঘাতী বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমের এক ফটোসাংবাদিক বলেন, বিস্ফোরণে স্টারবাকস কফি’র জানালা উড়ে গেছে। রাস্তার উপর তিনজনের মরদেহ দেখা গেছে। ভবনটির উপরে এমন কেউ অবস্থান করছেন যার দিকে পুলিশ বন্দুক তাক করে রেখেছে।

এছাড়া হামলায় ১০ থেকে ১৪ জন বন্দুকধারী অংশ নিয়েছেন বলে জানিয়েছে জার্কাতা পুলিশ

**  জার্কাতায় সন্ত্রাসী হামলায় নিহত ৩
** জার্কাতায় ব্যাপক বিস্ফোরণের আওয়াজ

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।