ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কাবুলে ফরাসি রেস্টুরেন্টের সামনে তালেবান হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
কাবুলে ফরাসি রেস্টুরেন্টের সামনে তালেবান হামলায় নিহত ২ ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে ফরাসি একটি রেস্টুরেন্টের সামনে বোমা হামলার ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।



স্থানীয় সময় শুক্রবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় হামলার এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কাবুল গর্ভনরের মালিকানাধীন ‘লা জারদিন’ রেস্টুরেন্টের সামনে ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান।

এদিকে, অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত এক সন্দেহভাজকে আটক করেছে আফগান পুলিশ।

রেস্টুরেন্টটির মেন্যু ব্যয়বহুল হওয়ায় তা সাধারণের নাগালের বাইরে। এতে বিদেশি ও স্থানীয় বিত্তবানরাই কেবল রসনা-বিলাস করতে আসেন। সম্প্রতি জঙ্গি হামলায় নিরাপত্তা সমস্যায় অনেক বিদেশি আফগানিস্তান ত্যাগ করায় দেশটিতে রেস্টুরেন্ট ব্যবসায় কিছুটা ধস নেমেছে।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।