ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানে ঝটিকা সফর শেষে নয়াদিল্লি পৌঁছেছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
পাকিস্তানে ঝটিকা সফর শেষে নয়াদিল্লি পৌঁছেছেন মোদি ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানে কয়েক ঘণ্টার ঝটিকা সফর ও দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক শেষে নয়াদিল্লি পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (২৫ ডিসেম্বর) ভারতের স্থানীয় সময় রাত নয়টায় নয়দিল্লি পৌঁছান মোদি।



লাহোর বিমানবন্দরে মোদিকে বিদায় জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

এর আগে শুক্রবার সন্ধ্যায় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মোদি। বিমানবন্দরে পাকিস্তান প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান এবং মোদিকে তার পৈর্তৃক বাসভবনে নিয়ে যান।

ঝটিকা সফরে নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন মোদি। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে তাদের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে তিনি নওয়াজ শরিফের দেওয়া বিশেষ ভোজে অংশ নেন।

ক্ষমতায় আসার পর এটিই মোদির প্রথম পাকিস্তান সফর। এছাড়া ১২ বছর পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখলেন পাকিস্তানের মাটিতে।

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আরএম

** পাকিস্তানে ঝটিকা সফর শেষে দেশের উদ্দেশে মোদি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ

welcome-ad