ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

এজিয়ান সাগরে নৌকাডুবিতে শিশুসহ ১০ শরণার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এজিয়ান সাগরে নৌকাডুবিতে শিশুসহ ১০ শরণার্থীর মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: এজিয়ান সাগরের তুর্কি উপকূলে শরণার্থীবাহী একটি নৌকা ডুবে গিয়ে শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও দু’জন।



বুধবার (২৩ ডিসেম্বর) গ্রিক দ্বীপ ফার্মাকোনিসি’র পূর্বে তুর্কি উপকূলে নৌকাটি ডুবে যায় বলে গ্রিসের কোস্টগার্ডের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। নিহতদের মধ্যে পাঁচ শিশু ও এক নারী শরণার্থী রয়েছেন।

এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এদের মধ্যে ১১ জন পুরুষ ও দু’জন নারী রয়েছেন। নিখোঁজদের উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে খবরে।

গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, একটি হেলিকপ্টার, একটি টহল নৌকা ও একটি বেসরকারি জাহাজ এ উদ্ধার কাজে সহায়তা করছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়, ৬ মিটার (২০ ফুট) দৈর্ঘের স্পিডবোটটি অজানা কারণে ডুবে গেছে।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।