ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

এইউ’র সেনা পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান বুরুন্ডির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এইউ’র সেনা পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান বুরুন্ডির ছবি: সংগৃহীত

ঢাকা: বুরুন্ডিতে আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তিরক্ষী বাহিনী পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দেশটি বলেছে, এ ধরনের পদক্ষেপকে ‘আক্রমণ’ হিসেবে দেখা হবে।

রোববার (২০ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্টের ডেপুটি মুখপাত্র জিন ক্লড কারেরওয়া বলেছেন, নিজ ভূখণ্ডে এইউ বাহিনীর উপস্থিতি কোনোমতেই মেনে নেওয়া হবে না।

সরকারের অনুমতি ছাড়াই যদি এ বাহিনী এখানে চলে আসে, তাহলে তা শান্তি প্রতিষ্ঠায় নয়, আক্রমণ করতেই আসবে। সেক্ষেত্রে বুরুন্ডি সরকার তার অধিকারে রক্ষায় পদক্ষেপ নিতে বাধ্য হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এক বৈঠকে ৫৪ জাতির আফ্রিকান জোট শান্তি প্রতিষ্ঠায় বুরুন্ডিতে পাঁচ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ