ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভানুয়াতুতে ৬.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ভানুয়াতুতে ৬.২ মাত্রার ভূমিকম্প

ঢাকা: দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ২।



শনিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় ২টা ১০ মিনিটে (বাংলাদেশ সময়-সকাল ৮টা ১০মিনিট) রাজধানী পোর্ট ভিলার ১৩৫ কিলোমিটার (৮৪ মাইল) দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে।  

ভূমিকম্পটি আঘাত হানার পর কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করেনি কর্তৃপক্ষ। এছাড়া, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
আরএইচএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ