ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আইএসের হামলায় ৪ তুর্কি সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আইএসের হামলায় ৪ তুর্কি সেনা আহত

ঢাকা: ইরাকে অবস্থিত তুরস্কের একটি সেনা প্রশিক্ষণ ক্যাম্পে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় চার সুন্নি যোদ্ধা নিহত, চার তুর্কি সেনা আহত হয়েছে।

ইরাক ও তুরষ্ক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে।

 

ইরাকের উত্তরাঞ্চলের প্রদেশ নিনেভার সাবেক গভর্নর আদেল আল নুজুফি জানান, বুধবার রাতে সেনা প্রশিক্ষণ ক্যাম্পটিতে ঘণ্টাব্যাপী মর্টাল শেল নিক্ষেপ করা হয়।

তুরস্কের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, আইএস অধ্যুষিত অঞ্চল থেকে হামলার এ ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, আহত চার তুর্কি সেনা সদস্যকে তুরস্কে নেওয়া হয়েছে। তারা বর্তমানে শঙ্কামুক্ত।

এদিকে, একাধিক কুর্দি গণমাধ্যম জানিয়েছে, ওই হামলার পর ৭০ জন তুর্কি সেনা নিখোঁজ রয়েছেন।

তবে ইরাকি অথবা তুর্কি সরকারের কেউ বিষয়টি নিশ্চিত করেনি।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।