ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা

ঢাকা: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করায় ইরানের ওপর অবরোধ আরোপ করা হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের একটি প্যানেল।

গত অক্টোবরে পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ইরান।

এছাড়া পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের ওপর আগে থেকেই জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।

ইরান নিষেধাজ্ঞা মেনে চলছে কি না সে ব্যাপারে নজরদারি করা জাতিসংঘের একটি প্যানেল জানিয়েছে নিষেধাজ্ঞা অমান্য করায় তারা ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে।

ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্রও। হোয়াইট হাউজ জানিয়েছে, মধ্যপাল্লার ইমাদ রকেটের পরীক্ষা চালানোয় ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তারা।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।