ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সিরীয় শরণার্থীবাহী কানাডার প্রথম প্লেনের টরন্টোয় অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
সিরীয় শরণার্থীবাহী কানাডার প্রথম প্লেনের টরন্টোয় অবতরণ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরীয় শরণার্থীদের বহনকারী কানাডা সরকারের প্রথম প্লেনটি অন্টারিও অঙ্গরাজ্যের রাজধানী টরন্টোয় অবতরণ করেছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্থানীয় সময় দিনের শেষভাগে প্লেনটি অবতরণ করে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।



কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজে এ দফায় টরন্টোতে অবতরণ করা ১৬৩ শরণার্থীকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, আমরা বিশ্বকে দেখিয়ে দিচ্ছি, কিভাবে হৃদয়ের দরজা খুলে দিতে হয়।

গত অক্টোবরে নির্বাচিত হওয়ার পরপরই ট্রুডো ঘোষণা করেন, তার দেশ ২৫ হাজার সিরীয় শরণার্থীর পুনর্বাসন করবে। নির্বাচনী প্রচারণার সময় চলতি বছর ফেব্রুয়ারিতেই এ প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন তিনি।

শরণার্থীবাহী অপর একটি প্লেন শনিবার (১২ ডিসেম্বর) কুইবেকের মন্ট্রিলে অবতরণ করবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

কানাডার অভিবাসনমন্ত্রী জন ম্যাককালাম জানিয়েছেন, তার দেশের ১০টি অঙ্গরাজ্যের সবগুলোই শরণার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত।

তিনি বলেন, কানাডার জন্য এটা সত্যিকার অর্থেই স্মরণীয় এক সময়। এর মাধ্যমে আমরা বিশ্বকে নিজেদের স্বরূপ চেনাতে পেরেছি।

এদিকে, কানাডার প্রচার সংখ্যায় শীর্ষে থাকা সংবাদপত্র ‘দ্য টরন্টো স্টার’ টরন্টোয় অবতরণ করা শরণার্থীদের স্বাগত জানিয়ে বৃহস্পতিবার কাভার স্টোরি করেছে।
প্রসঙ্গত, নভেম্বরের শুরু থেকেই বাণিজ্যিক প্লেনে চেপে কানাডায় পৌঁছাতে শুরু করেছেন সিরীয়রা। চলতি সপ্তাহে আরও তিনশ শরণার্থী দেশটিতে পৌঁছাবেন বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫/আপডেট: ১৩৩০ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।