ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

চেন্নাইয়ের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
চেন্নাইয়ের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ছবি: সংগৃহীত

ঢাকা: শতাব্দীর ভয়াবহ বন্যায় আক্রান্ত ভারতের তামিলনাড়ু প্রদেশের রাজধানী চেন্নাইয়ের বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করেছে। এর ফলে শহরের বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

তবে এখনও অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে আক্রান্তদের সাহায্যে দ্রুত এক হাজার কোটি রুপি বরাদ্দের ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় হেলিকপ্টারে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে মোদি বলেন, তামিলনাড়ুর মানুষের প্রয়োজনে সরকার সবসময় পাশে আছে।

এদিকে, শুক্রবার (০৪ ডিসেম্বর) চেন্নাইয়ের কাছে আরাক্কনামের রাজালী নেভাল এয়ারস্টেশন থেকে এয়ার ইন্ডিয়ার ৭টি ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া বেশ কয়েকটি বেসরকারি এয়ারলাইন্সও ফ্লাইট পরিচালনা করবে বলে জানা গেছে।

এর আগে চেন্নাই বিমানবন্দর দিয়ে প্লেন চলাচল আগামী রোববার (০৬ ডিসেম্বর) পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ। যদিও বিমানবন্দরটিতে শতাধিক মানুষ আটকা পড়েছেন বলে জানা গেছে। এছাড়া আগামী শনিবার (০৫ ডিসেম্বর) পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বন্যাকবলিত এলাকা থেকে সাত হাজার মানুষকে উদ্ধার করেছে সেনাবাহিনী ও জাতীয় দুযোর্গ ব্যবস্থাপনা বাহিনী। তবে অনেক মানুষ এখনও আটকা পড়েছেন।

প্রচণ্ড বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ‘খুবই ভয়াবহ’ আখ্যা দিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, গত মাসে শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত (বৃহস্পতিবার) ২৬৯ জনের প্রাণহানি হয়েছে।

বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় চাল, ডাল, শাক-সবজি, দুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি সব ধরনের পণ্যের মূল্য বেড়েছে। বন্ধ রয়েছে স্কুল-কলেজ, অফিস-আদালত।

বন্যার্তদের পাশে দাঁড়াতে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো ফ্রি-টকটাইম সুবিধা দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।