ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ছোট হয়ে যাচ্ছে জার্মানির ফ্রেঞ্চ ফ্রাই এর আকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১০, জুলাই ২৭, ২০১০
ছোট হয়ে যাচ্ছে জার্মানির ফ্রেঞ্চ ফ্রাই এর আকার

বার্লিন: জার্মান খাদ্যরসিকদের জন্য দুঃসংবাদ। চলতি বছর জার্মানিতে ফ্রেঞ্চ ফ্রাই এর আকার তাৎপর্যপূর্ণভাবে ছোট হয়ে যাচ্ছে।

জার্মানি ও  ইউরোপ জুড়ে এ মাসে প্রচন্ড দাবদহই এর কারণ বলে জার্মান ফারমারস’ অ্যাসোসিয়েসন (ডিবিভি) শুক্রবার জানিয়েছে।

সাধারণত দেশটিতে বড় আকারের আলু ফলানো হয়ে থাকে যা বড় আকারের ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য আদর্শ। কিন্তু,  উত্তপ্ত ও শুষ্ক আবহাওয়ার কারণে বড় আকারের আলুর ফলন এ বছর অতিরিক্ত ছোট হয়ে যাচ্ছে।

ডিবিভি’র মুখপাত্র ভেরেনা তিলার বলেন, “উৎপাদক ও ক্রেতাদেরকে ছোট আকারের ফ্রেঞ্চ ফ্রাই এর সঙ্গে অভ্যস্ত হতে হবে। ”

ছোট আকৃতির ফ্রেঞ্চ ফ্রাই বলতে তিনি সর্বোচ্চ ৪৫ মিলিমিটার দৈর্ঘ্যরে ফ্রেঞ্চ ফ্রাই কেই বোঝান। সাধারণত জার্মানিতে ফ্রেঞ্চ ফ্রাই এর দৈঘ্য ৫৫ মিলিমিটার বা তার চেয়ে বড় হয়ে থাকে।

উল্লেখ্য, জার্মানিতে প্রতি বছর ১১ মিলিয়ন মেট্রিক টন আলু উৎপাদিত হয়। এর দশ শতাংশই শেষ পর্যন্ত ফ্রেঞ্চ ফ্রাই তে পরিণত হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।