ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

গুয়ানতানামোর চার আফগান বন্দিকে দেশে পাঠাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
গুয়ানতানামোর চার আফগান বন্দিকে দেশে পাঠাল যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত

ঢাকা: কিউবার কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে আটক চার আফগান বন্দিকে দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।



মুক্তিপ্রাপ্তরা হলেন শাওয়ালি খান, খি আলি গুল, আবদুল গণি এবং মোহাম্মদ জহির। এদের মামলাগুলো রিভিউ করে আফগানিস্তানে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় পেন্টাগন।

ধারণা করা হচ্ছে, গুয়ানতানামোর ১৩০ জনের বেশি বন্দির মধ্যে এখনও আট আফগান নাগরিক রয়েছেন।

যুক্তরাষ্ট্রর ভাষায়, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে ২০০২ গুয়ানতানামো বে কারাগার খোলা হয়েছিল। এরপর প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় এসে বিতর্কিত কারাগারটি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ