ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কঙ্গোয় ফেরি ডুবিতে ১২৯ জনের মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
কঙ্গোয় ফেরি ডুবিতে ১২৯ জনের মৃতদেহ উদ্ধার

ঢাকা: কঙ্গোতে ফেরি ডুবির ঘটনায় এখন পর্যন্ত ১২৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দেশটির লেইক টাঙ্গানিকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।



স্থানীয় পরিবহণ মন্ত্রী লরেন্ট সাম্বা কাহোঝি বলেন, নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে।

বিবিসির খবরে বলা হয়, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এ ধরনের দুর্ঘটনার ঘটনা কঙ্গোতে প্রায়ই ঘটে থাকে।

কঙ্গোর কাটাঙ্গা রাজ্যের ওই ঘটনায় স্থানীয় কর্মকর্তারা বলছেন, বায়ুর চাপ ও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এমভি মুটাম্বালা ডুবে যায়। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। এ পর্যন্ত ২৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়ছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ