ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

প্রণব মুখার্জি হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
প্রণব মুখার্জি হাসপাতালে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি

নিউ দিল্লি: পেটে ব্যথাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার কারণে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি শনিবার সকালে আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে দিনভর বিভিন্ন ধরনের পরীক্ষা শেষে চিকিৎসকরা তার হৃদযন্ত্রে একটি ব্লক খুঁজে পেয়েছেনে।

পরে তার হার্টে একটি রিং পরানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে হানা গেছে। এজন্য তাকে একদিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো হাসপাতালের বরাত দিয়ে জানায়, চিকিৎসক দ্রুত অ্যানজিওপ্লাস্টি করে প্রেসিডেন্টের হার্টে একটি রিং লাগানো কথা বলেছেন। যাতে করে রক্ত চলাচল স্বাভাবিক থাকে।

করনারী অ্যানজিওপ্লাস্টি এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে হার্টের সংকুচিত শিরাগুলোতে রক্তচলাচল সচল করা হয়।

প্রেসিডেন্টের প্রেস সচিব ভেনু রাজামনির ভারতী সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন, রাষ্ট্রপতিকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশা করছি সোমবারের মধ্যে তিনি বাসায় ফিরবেন।

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা,ডিসেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।