ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

শাবাব নেতাকে লক্ষ্য করে মার্কিন বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
শাবাব নেতাকে লক্ষ্য করে মার্কিন বিমান হামলা

ঢাকা: সোমালিয়ার সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাবের এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদফতর পেন্টাগন।

তবে, সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বিবৃতির মাধ্যমে গণমাধ্যমকে জানানো খবরে ওই হামলা সফল হয়েছে কিনা তা বলা হয়নি।

একইসঙ্গে ওই শাবাব নেতার পরিচয়ও প্রকাশ করেনি পেন্টাগন।

এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র মার্ক রাইট বলেন, সোমালিয়ার সাকাউয়ের পার্শ্ববর্তী এলাকায় ওই শাবাব নেতার অবস্থান লক্ষ্য করে বিমান বাহিনী হামলা চালিয়েছে। তবে, আমরা এখনই কোনো হতাহতের খবর দিতে পারছি না।

তবে, পুরোপুরি নির্ভরযোগ্য তথ্য এলে তা গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান পেন্টাগনের এ কর্মকর্তা।

সোমালিয়ার পশ্চিমাপন্থি সরকার হটিয়ে খেলাফত প্রতিষ্ঠায় লড়াই করছে সন্ত্রাসী গোষ্ঠী শাবাব। তবে মোগাদিসুর শাসকদের টিকিয়ে রাখতে সেখানে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। এরই অংশ হিসেবে শাবাব দমনে বিমান হামলা চালিয়ে আসছে পেন্টাগন।

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।