ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলার চেষ্টা: ৫ জঙ্গী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১০
পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলার চেষ্টা: ৫ জঙ্গী নিহত

পেশোয়ার: পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে মঙ্গলবার সকালে আত্মঘাতি বোমা হামলা চালাতে গিয়ে ৫ জঙ্গী নিহত ও ৪ সেনা আহত হয়েছেন । সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।



মারদান শহরের সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টের প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালানোর চেষ্টা করে জঙ্গীরা।

দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানান, হামলাকারীরা প্রশিক্ষণ কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয়। এতে তিন আত্মঘাতি হামলাকারীসহ পাঁচ জঙ্গী এবং চার সেনা সদস্য আহত হন।

তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার না করলেও ওই অঞ্চলে জঙ্গী গোষ্ঠী তালেবানের সদস্যরা সক্রিয় রয়েছে। তালেবান এর আগেও বহুবার সরকার এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালের জুলাই মাসের পর থেকে তালেবান ও আল কায়েদা বাহিনীর বোমা হামলায় পাকিস্তানে তিন হাজার পাঁচশ ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৪৯ ঘন্টা, ২০ জুলাই, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।