ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার নেতৃত্বে পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, জুন ৭, ২০১০

পিয়ংইয়ং: দুলর্ভ  দ্বিতীয় সংসদীয় অধিবেশনে উত্তর কোরিয়ার নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে বলে আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। খবর বিবিসি’র।

এক্ষেত্রে দেশটির আর্থিক নীতির ক্ষেত্রে দায়িত্বে অবহেলার কারণে প্রধানমন্ত্রী পদে কিম ইয়ং-লি’র পরিবর্তে চো ইয়ং-রিমকে দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া রাষ্ট্রের উচ্চ পর্যায়ের নেতা কিম জং-লি’র ভগ্নিপতি চ্যাং সং-থ্যাককে জাতীয় প্রতিরক্ষা পরিষদে শক্তিশালী সেনাবাহিনীর পদে নিয়োগ দেয়া হয়েছে বলেও রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়। তিনি কিমের ছোট ছেলে কিম জং-আনের ঐতিহ্যবাহী পারিবারিক কাজের আয়োজক বলে মনে করা হয়।

এদিকে এপ্রিলের ৯ তারিখের অধিবেশনে যোগ না দিলেও কিম এ অধিবেশনে যোগ দিয়েছেন বলে বার্তা সংস্থা কেসিএনএ জানায়।

বাংলাদেশ স্থানীয় সময়:১৫১৯ ঘণ্টা, জুন ৭, ২০১০
এনজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।