ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আলোচনায় প্রস্তুত হামাস, আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির আশা ট্রাম্পের

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, জুলাই ৫, ২০২৫
আলোচনায় প্রস্তুত হামাস, আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির আশা ট্রাম্পের

গাজায় চলমান সংঘাতের মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতির একটি প্রস্তাব নিয়ে অবিলম্বে আলোচনা শুরু করতে প্রস্তুত।

হামাসের মিত্র সংগঠন ইসলামিক জিহাদও যুদ্ধবিরতি আলোচনায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।

তবে তারা পরিষ্কারভাবে বলেছে, এই আলোচনা স্থায়ী যুদ্ধবিরতিতে উপনীত হবে এমন নিশ্চয়তা দিতে হবে।

সংগঠনটি জানিয়েছে, অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে পরামর্শের ভিত্তিতেই তারা এই অবস্থান নিয়েছে।  

হামাস জানিয়েছে, তারা মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছে ‘ইতিবাচক জবাব জমা দিয়েছে’ এবং ‘এই প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা শুরুর জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। ’

একজন হামাস কর্মকর্তা বলেন, দলটি ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার ও একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায়।

আগামী সোমবার (৬ জুলাই) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তার এই সফরের আগেই শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি এসেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাসের তরফ থেকে ইতিবাচক সাড়া পাওয়া ভালো খবর।  

তিনি সাংবাদিকদের জানান, পরবর্তী সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতির চুক্তি সম্ভব হতে পারে। যদিও তিনি স্পষ্ট করেন যে এখনো আলোচনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করা হয়নি।

এর আগে ট্রাম্প জানিয়েছেন জাগায় একটি ৬০ দিনের যুদ্ধবিরতি প্রয়োজনে বাড়ানো যেতে পারে।

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ ২১ মাস ধরে চলা গাজা সংঘাতের একটি টেকসই অবসান আনতে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বাস্তব অগ্রগতি নির্ভর করবে সব পক্ষের আন্তরিকতা ও যুদ্ধবিরতির শর্তাবলি মেনে চলার প্রতিশ্রুতির ওপর।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।