ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় বাহিনীর ব্রিগেড সদরদপ্তর ধ্বংসের দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৩, মে ৭, ২০২৫
ভারতীয় বাহিনীর ব্রিগেড সদরদপ্তর ধ্বংসের দাবি পাকিস্তানের

ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তিনটি ভারতীয় বিমান ভূপাতিত করার পাশাপাশি দেশটির ভেতরে সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তর ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। খবর জিও টিভির।

বুধবার ভোরের দিকে এই পাল্টা হামলা চালায় পাকিস্তান জানায়। এর আগে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি শহরে অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হন।

জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার জবাবে ভারত পাকিস্তানে এই সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে। দেশটি এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আমাদের সশস্ত্র বাহিনী ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে।

নিরাপত্তা সূত্র জানায়, ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তর ধ্বংস করেছে পাকিস্তানি সেনারা। একইসঙ্গে পাকিস্তানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিয়ন্ত্রণ রেখায় শত্রুপক্ষের একটি সামরিক চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

নিরাপত্তা সূত্র আরও জানায়, পাকিস্তানের বিমান বাহিনী ও সেনাবাহিনী ভারতের হামলার জবাবে কড়া প্রতিক্রিয়া জানাচ্ছে। সূত্রগুলো আরও জানায়, পাকিস্তানি বাহিনী একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে পাকিস্তানে ভারতের হামলার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।  মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ জানিয়েছেন।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।