ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

মাইক ওয়াল্টজকে সরিয়ে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৬, মে ২, ২০২৫
মাইক ওয়াল্টজকে সরিয়ে দিলেন ট্রাম্প মাইক ওয়াল্টজ

মাইক ওয়াল্টজকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ওয়াল্টজকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

খবর বিবিসির। ,

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প ওয়াল্টজের কাজের প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জানান, আপাতত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অস্থায়ীভাবে এই দায়িত্ব পালন করবেন। তবে রুবিও তার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও চালিয়ে যাবেন।

মাইক ওয়াল্টজ সামরিক পরিকল্পনা সংক্রান্ত একটি চ্যাট গ্রুপে ভুল করে এক সাংবাদিককে যুক্ত করায় সমালোচনার মুখে পড়েন। রাজনৈতিকভাবে বিব্রতকর এই ঘটনা জাতিসংঘে তার মনোনয়ন নিশ্চিতকরণের শুনানির ক্ষেত্রে আলোচনায় আসতে পারে।

সাবেক ফ্লোরিডা কংগ্রেসম্যান ওয়াল্টজ হলেন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম কোনো বড় কর্মকর্তা, যাকে হোয়াইট হাউস ছাড়তে হলো।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, লড়াইয়ের ময়দানে, কংগ্রেসে এবং আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইক ওয়াল্টজ আমাদের দেশের স্বার্থ সবার প্রথমে রাখতে কঠোর পরিশ্রম করেছেন।

তিনি আরও লেখেন, আমি জানি, তিনি তার নতুন দায়িত্বে একইভাবে কাজ করবেন।  

ওয়াল্টজ এক্স হ্যান্ডলে দেওয়া একটি সংক্ষিপ্ত বিবৃতিতে লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের দেশের সেবা করতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি।

বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের দেওয়া তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার তার ঘোষণার কয়েক ঘণ্টা আগে ওয়াল্টজকে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেন।

বিভিন্ন সূত্র জানায়, সিগনাল বিতর্ক, নিরাপত্তা পরিষদের কর্মীদের ঠিকঠাকভাবে যাচাই না করাসহ কিছু কারণে ওয়াল্টজকে সরিয়ে দেওয়া হয়েছে।

তবে বিভিন্ন সূত্র বলছে, ট্রাম্প ওয়াল্টজকে সম্মান করেন, তাই তাকে সম্মানজনকভাবে বিদায় দেওয়া হয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ নতুন পদ দেওয়া হয়েছে।

আরএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।