ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১২ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১২ 

পাকিস্তানের বেলুচিস্তানের হারনাই জেলার জারদালো এলাকায় একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১২ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। দেশটির খনি পরিদর্শক অধিদপ্তর প্রধান আব্দুল গনি বালোচ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই বিস্ফোরণে আরও ১৮ জন আটকা পড়েছিল তাদের মধ্য হতে ৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

তিনি আরও বলেন, ১২টি মৃতদেহ উদ্ধারের মাধ্যমে উদ্ধার অভিযান শেষ হয়েছে। রাতে দু’টি মরদেহ উদ্ধার করা হযেছে। অবশিষ্ট ১০ জনকে ভোরে উদ্ধার করা হয়েছে। প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) পূর্বে এই দুর্ঘটনা ঘটেছে। খবর ডন

পাকিস্তানের পশ্চিম অঞ্চলে আফগান সীমান্তের কাছে খনি থেকে কয়লা উত্তলন করা হয় এবং এখানে প্রায়শঃ খনি দুর্ঘটনা ঘটে থাকে। মূলত খনিতে তৈরি হওয়া গ্যাসের কারণে বিস্ফোরণে ঘটনা ঘটে থাকে।

খনি শ্রমিকদের অভিযোগ নিরাপত্তা সরঞ্জামের অভাব এবং খারাপ কর্মপরিবেশ এই ঘন ঘন দুর্ঘটনার মূল কারণ।

গত ডিসেম্বরে, বেলুচিস্তানের দুকি কয়লাক্ষেত্রের একটি ব্যক্তিগত খনিতে আগুন লেগে দুই কয়লা খনি শ্রমিক নিহত এবং তিনজন আহত হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।