ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মধ্যপ্রদেশে পিকআপ উল্টে নিহত ১৪, আহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
মধ্যপ্রদেশে পিকআপ উল্টে নিহত ১৪, আহত ২১

ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় একটি পিকআপ উল্টে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন।

খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

মধ্যপ্রদেশ পুলিশ বলেছে, যে পিকআপটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেটিতে ডিন্ডোরি জেলায় দেবরি গ্রামের লোকজন ছিল। তারা একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নিজ গ্রাম ফিরছিলেন। বাডজার গ্রামের কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারান পিকআপটির চালক।

দুর্ঘটনায় কয়েকজন ঘটনাস্থলেই নিহত হন। বাকিদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পিকআপটি বাডজার গ্রামের কাছাকাছি পৌঁছে হঠাৎ এদিক সেদিক করতে শুরু করে। বাহনটিতে থাকা লোকজন একেক দিকে ছিটকে পড়েন।

দুর্ঘটনার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকেও নির্দেশ দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।